Wellcome to National Portal
Main Comtent Skiped

সুখবর দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত UH&FPO জনাব ডাঃ মোঃ জসিম উদ্দিন মহোদয়ের নিরলস প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগে বর্তমানে বিভিন্ন আধুনিক টেস্ট করা যাচ্ছে। যার মধ্যে (CBC with ESR), রক্তের গ্রুপ নির্ণয়, প্রস্রাবের রুটিন পরীক্ষা (Urine R/E),  stool R/E,  ডায়াবেটিস, হেপাটাইটিস বি ও সি,  টাইফয়েড, জন্ডিস, calcium, প্রেগন্যান্সি পরীক্ষা, ASO titre সিআরপি (CRP), আরএ টেস্ট (RA), ক্রিয়েটিনিন, ভিডিআরএল,  ডেঙ্গু ইত্যাদি পরীক্ষা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগে করা হচ্ছে। বর্তমানে এসব পরীক্ষা করার জন্য কোন রোগীকেই বাইরের কোন ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয় না। সরকার কর্তৃক নির্ধারিত ইউজার ফি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগেই এসব টেস্ট অতি অল্প খরচেই করার সুব্যবস্থা  রয়েছে।ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানাবিধ অত্যাধুনিক মেশিনে টেস্ট করার আধুনিক সরঞ্জাম নিয়ে আসার জন্য সম্মানিত UH&FPO মহোদয় সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছেন। দৈনিক আপডেট - বহিঃ বিভাগ - ৪৮৯ জন রোগী, ইমারজেন্সি বিভাগ - ৭০ জন রোগী, অন্তঃবিভাগ - ২১ জন রোগী।


Title
Information services are provided through our national portal. To find your desired information enter into our national portal
Attachments
Publish Date
13/12/2017
Archieve Date
12/06/2018