|
|
---|---|
ভিশন
|
মিশন
|
১/ দোহার উপজেলার প্রতিটি নাগরিকের জন্য হেলথ ইন্সুরেন্স কার্ড চালু করন | ১/ উপজেলার প্রতিটি নাগরিকের জন্য হেলথ ইন্সুরেন্স কার্ড চালু করতে নাস্তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়মিত বরাদ্দ,জাতীয় বাজেট থেকে ভর্তুকি এবং ডোনেশন ইত্যাদির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা স্থায়ী হেলথ কার্ড চালু হবে |
২/ গর্ভবতী মায়েদের অধিকার প্রতিষ্ঠা নরমাল ডেলিভারি ৯০% এ বৃদ্ধি করা এবং সিজারিয়ান ডেলিভারি ১০% এ নামিয়ে
আনা। |
২/জাইকা অর্থায়নে ১১ লাখ টাকা ব্যয় করে একটি আধুনিক ডেলিভারি ওয়ার্ড চালু করা হয়েছে, ডাটাবেজ তৈরি করার জন্য প্রতিটি গর্ভবতী মায়ের তদারকি করতে নতুন অ্যাপস চালু করা প্রক্রিয়াধীন। |
৩/ দরিদ্র জনগোষ্ঠীর বিনামূল্যে সেবার নিশ্চিত করা | ৩/ মাননীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টা সালমান ফজলুর রহমান মহোদয়ের উদ্যোগে শীঘ্রই দরিদ্র কর্নার চালু হচ্ছে। বছরের প্রায় এক কোটি টাকার অতিরিক্ত খরচ হবে। |
৪/ দোহার উপজেলার কোন রোগীকে যেন ঢাকা রেফার করতে না হয় সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ | ৪/ইন্সুরেন্স পলিসির আওতায় সকল রোগীর চিকিৎসা দোহার এই করতে হবে এবং দোহার হতে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে রেফারের পরিমাণ ১০ শতাংশে নামিয়ে আনতে হবে। |
৫/দোহার উপজেলা ৫০ থেকে ১০০ শয্যা উন্নীতকরণ করন প্রকল্পের সাথে সিসিইউ এবং আইসিইউ প্রতিষ্ঠা করা। | ৫/ দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো ও জনবল উন্নয়নে প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে ১০০ শয্যার উন্নীতকরণ প্রস্তাব পাস এবং টেন্ডার প্রক্রিয়া চলমান। |
৬/জাতি-ধর্ম-গোত্র-শ্রেণি-লিঙ্গ-প্রতিবন্ধী-ভৌগলিক অবস্থান নির্বিশেষে দেশের সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। | ৬/সবার জন্য প্রাথমিক স্বাস্থ্য ও জরুরি চিকিৎসা সেবা প্রদান নিশ্চিতকরণ, সমতা ও ন্যায়ের ভিত্তিতে সেবা গ্রাহক কেন্দ্রিক স্বাস্থ্য সেবার সহজ প্রাপ্যতা নিশ্চিতকরণ ও বিস্তৃতকরণ, মান উন্নয়ন এবং বিদ্যমান সম্পদের প্রাধিকার পূর্ন বন্টন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ, স্বাস্থ্যের সামগ্রিক ব্যবস্থাপনায় পরিবার কল্যাণ কার্যক্রম ও পুষ্টি কার্যক্রমকে সমন্বয়সাধন। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS