মা- হওয়া পৃথিবীর শ্রেষ্ঠ অনূভুতি। নয় মাসের এই যাত্রা পথে শারীরিক ও মানসিক অনেক চড়াই-উৎরাই পার করতে হয় মাকে।
পাশাপাশি বর্তমান সমাজ ব্যবস্থায় নরমাল ডেলিভারি এর চেয়ে সিজারিয়ান সেকশন এর মাধ্যমে প্রসবের হার অনেক অনেক বেশি৷
মা ও নবজাতকের উভয়ের সুস্থতা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দোহার - এর পক্ষ থেকে আজ ১৩ আগস্ট, ২০২২, শনিবার আয়োজন করা হয়-
**** উঠান বৈঠক *****
সার্বিক সহযোগিতা করেছেন-
মিজাননগর কমিউনিটি ক্লিনিক
ডাইয়ারকুম কমিউনিটি ক্লিনিক
উপস্থিত ছিলেন গর্ভবতী মা ও তাদের স্বজন রা।
শুধু গর্ভবতী জানাই যথেষ্ট নয়, তার পরিবারের প্রতিটি সদস্যকে আমরা যেন অবহিত করতে পারি - কোন অবস্থায় কখন কি করতে হবে, কখন চেক আপ এ আসতে হবে, প্রসবের পরিকল্পনা, গর্ভকালীন বিপদ সংকেত ও আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাদের সামনে উপস্থাপন করেন - ডা. উম্মে হুমায়রা কানেতা, মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রণ)।
একই সাথে দোহারের সকল গর্ভবতী মাকে একটি নিয়মিত নিয়ন্ত্রিত মনিটরিং সিস্টেম এ কিভাবে আনা যায়, এ নিয়ে আলোকপাত করেন - ডা. মো জসিম উদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দোহার, ঢাকা।
উঠান বৈঠক এ আরো উপস্তিত ছিলেন কমিউনিটি ক্লিনিক এর জমিদাতা, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠানে গর্ভবতী মায়েদের নিজস্ব সঞ্চয়ে উৎসাহী করার জন্য তাদের হাতে তুলে দেয়া হয়- মাটির ব্যাঙ্ক।
খুব শীঘ্রই আমরা দোহারের প্রতিটি ইউনিয়ন এ আয়োজন করবো এই উঠান বৈঠক এর।
গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর।
#টিম_উপজেলা_স্বাস্থ্য_কমপ্লেক্স_দোহার
#team_doharuhc
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS