Wellcome to National Portal
Main Comtent Skiped

সুখবর দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত UH&FPO জনাব ডাঃ মোঃ জসিম উদ্দিন মহোদয়ের নিরলস প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগে বর্তমানে বিভিন্ন আধুনিক টেস্ট করা যাচ্ছে। যার মধ্যে (CBC with ESR), রক্তের গ্রুপ নির্ণয়, প্রস্রাবের রুটিন পরীক্ষা (Urine R/E),  stool R/E,  ডায়াবেটিস, হেপাটাইটিস বি ও সি,  টাইফয়েড, জন্ডিস, calcium, প্রেগন্যান্সি পরীক্ষা, ASO titre সিআরপি (CRP), আরএ টেস্ট (RA), ক্রিয়েটিনিন, ভিডিআরএল,  ডেঙ্গু ইত্যাদি পরীক্ষা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগে করা হচ্ছে। বর্তমানে এসব পরীক্ষা করার জন্য কোন রোগীকেই বাইরের কোন ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয় না। সরকার কর্তৃক নির্ধারিত ইউজার ফি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগেই এসব টেস্ট অতি অল্প খরচেই করার সুব্যবস্থা  রয়েছে।ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানাবিধ অত্যাধুনিক মেশিনে টেস্ট করার আধুনিক সরঞ্জাম নিয়ে আসার জন্য সম্মানিত UH&FPO মহোদয় সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছেন। দৈনিক আপডেট - বহিঃ বিভাগ - ৪৮৯ জন রোগী, ইমারজেন্সি বিভাগ - ৭০ জন রোগী, অন্তঃবিভাগ - ২১ জন রোগী।


Title
UHC Dohar visited by Director (Health),Dhaka Division and Civil Surgeon, Dhaka.
Details

প্রাথমিক এবং অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা প্রান্তিক জনগোষ্ঠীর দোড়গোড়ায় পৌঁছে দেবার লক্ষ্যে প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকগুলো। দেশে বর্তমানে ১৪১৫৮ টি কমিউনিটি ক্লিনিক চালু আছে। 

অত্র উপজেলায় আছে ১৪ টি কমিউনিটি ক্লিনিক। যেখানে কর্মরত সিএইচসিপি এবং মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারস নিরলসভাবে কাজ করার চেষ্টা করেন। 


কাজের সম্মাননা স্বরুপ ক্রেস্ট তুলে দেয়া হয় মাঠ কর্মীদের। পুরষ্কারপ্রাপ্তদের তালিকা নিম্নরুপঃ

দোহার উপজেলার- 

শ্রেষ্ঠ সিএইচসিপি মে ২০২২


হাফিজা আক্তার 

ডাইয়ারকুম কমিউনিটি ক্লিনিক 


শ্রেষ্ঠ সিএইচসিপি জুন ২০২২

জয়দেব পাল 

মধুর চর কমিউনিটি ক্লিনিক। 


শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারি মে ২০২২

অর্চনা সূত্রধর 

ওয়ার্ড-২, সুতারপাড়া ইউনিয়ন 


শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারি জুন ২০২২

দীপু আক্তার 

ওয়ার্ড -০৩, মুকসুদপুর ইউনিয়ন 


 মাঠ পর্যায়ের কর্মীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন - 

ডা. ফরিদ হোসেন মিঞা, পরিচালক( স্বাস্থ্য)ঢাকা বিভাগ এবং ডা. মঈনুল আহসান,সিভিল সার্জন, ঢাকা। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা. 

Images
Attachments
Publish Date
26/07/2022
Archieve Date
31/07/2022