Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সুখবর দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত UH&FPO জনাব ডাঃ মোঃ জসিম উদ্দিন মহোদয়ের নিরলস প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগে বর্তমানে বিভিন্ন আধুনিক টেস্ট করা যাচ্ছে। যার মধ্যে (CBC with ESR), রক্তের গ্রুপ নির্ণয়, প্রস্রাবের রুটিন পরীক্ষা (Urine R/E),  stool R/E,  ডায়াবেটিস, হেপাটাইটিস বি ও সি,  টাইফয়েড, জন্ডিস, calcium, প্রেগন্যান্সি পরীক্ষা, ASO titre সিআরপি (CRP), আরএ টেস্ট (RA), ক্রিয়েটিনিন, ভিডিআরএল,  ডেঙ্গু ইত্যাদি পরীক্ষা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগে করা হচ্ছে। বর্তমানে এসব পরীক্ষা করার জন্য কোন রোগীকেই বাইরের কোন ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয় না। সরকার কর্তৃক নির্ধারিত ইউজার ফি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগেই এসব টেস্ট অতি অল্প খরচেই করার সুব্যবস্থা  রয়েছে।ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানাবিধ অত্যাধুনিক মেশিনে টেস্ট করার আধুনিক সরঞ্জাম নিয়ে আসার জন্য সম্মানিত UH&FPO মহোদয় সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছেন। দৈনিক আপডেট - বহিঃ বিভাগ - ৪৮৯ জন রোগী, ইমারজেন্সি বিভাগ - ৭০ জন রোগী, অন্তঃবিভাগ - ২১ জন রোগী।


শিরোনাম
সেবার তালিকা
বিস্তারিত

সেবা সমূহ

 উপেজলা হাসপাতাল

·        বহি: বিভাগে সকাল ৮.০০ হতে ২.৩০ পর্যন্ত স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

·        হাসপাতালের জরুরী বিভাগ ২৪ ঘন্টা খোলা থাকে এবং আগত রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদান করা হয়।

·        দিবা রাত্রী ২৪ ঘন্ট ইওসি সেবা প্রদান করা হয়।

·        ভর্তি রোগীদের বিশেষজ্ঞদের তত্ত্ববধানে মেডিসিন চিকিৎসা সহ জেনারেল সার্জারী, অর্থোপেডিক, গাইনী, মেজর ও মাইনর অপারেশন করা হয় (প্রয়োজন ক্ষেত্রে)।

·        হাসপাতালের বহি: বিভাগ, অন্ত:বিভাগে রোগীদের প্রয়োজনীয় প্যাথলজি পরীক্ষা, এক্স-রে ও ইসিজি করা হয়।

·        জাতীয় যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রন কার্যক্রমের আওতায় যক্ষা রোগীদের কফ পরীক্ষার জন্য কফ কালেকশন করা হয় এবং যক্ষা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ

         করা হয়।

·        প্রতিদিন শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমের আওতায় প্রতিষেধক টিকা দেয়া হয়।

·        নারী বান্ধব হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হয়।

·        আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয়।

·        এইচআইভি/এইডস এর জন্য প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা করা হয়।

·        ডায়রিয়া রোগীদের জন্য ওআরটি কর্ণার চালু আছে।

·        রেফারকৃত রোগীদের গুরুত্বসহকারে স্বাস্থ্য সেবা দেয়া হয় এবং প্রয়োজনবোধে কোন কোন রোগীকে মেডিকেল কলেজ হাসপাতালে ও বিশেষায়িত হাসপাতালে রেফার

         করা হয়।

·        সরবরাহ সাপেক্ষে ঔষদ সমুহ সেবা কেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন কোন ঔষধ  কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকে ক্রয়

         করতে পারে।

 

ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র/ উপ স্বাস্থ্য কেন্দ্র

           সকাল ৮.০০ হতে ২.৩০ পর্যন্ত সেবা গ্রহনের জন্য আগত সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

কমিউনিটি ক্লিনিক ঃ

            সকাল ৮.০০ হতে ২.৩০ পর্যন্ত সেবা গ্রহনের জন্য আগত সকলকে প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

উল্লেখযোগ্য সেবা সমূহ

·        মা ও নবজাতেকর স্বাস্থ্য পরিচর্যা

·        শিশু রোগের সমন্বিত চিকিৎসা সেবা

·        প্রজনন স্বাস্থ সেবা

·        ইপিআই, এআরআই সেবা

·        পুষ্টি শিক্ষা ও সম্পুরক মাইক্রো-নিউট্রিয়েন্ট প্রদান

·        স্বাস্থ্য শিক্ষা

·        সাধারন রোগ ও জখমের চিকৎসা

·        জরুরী ও জটিল রোগী উচ্চতর পর্যায়ে রেফার করা

         মাঠ পর্যায়ের সেবা সমুহ :

         মাঠ কর্মীগণ মাঠ পর্যায়ে ইপিআই, গর্ভবর্তী মহিলাদের প্রজনন সেবা, ডাইরিয়া, এআরআই, জন্ম নিবন্ধনসহ নানা রকম স্বাস্থ্য সেবার কাজ করে থাকে