Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সুখবর দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত UH&FPO জনাব ডাঃ মোঃ জসিম উদ্দিন মহোদয়ের নিরলস প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগে বর্তমানে বিভিন্ন আধুনিক টেস্ট করা যাচ্ছে। যার মধ্যে (CBC with ESR), রক্তের গ্রুপ নির্ণয়, প্রস্রাবের রুটিন পরীক্ষা (Urine R/E),  stool R/E,  ডায়াবেটিস, হেপাটাইটিস বি ও সি,  টাইফয়েড, জন্ডিস, calcium, প্রেগন্যান্সি পরীক্ষা, ASO titre সিআরপি (CRP), আরএ টেস্ট (RA), ক্রিয়েটিনিন, ভিডিআরএল,  ডেঙ্গু ইত্যাদি পরীক্ষা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগে করা হচ্ছে। বর্তমানে এসব পরীক্ষা করার জন্য কোন রোগীকেই বাইরের কোন ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয় না। সরকার কর্তৃক নির্ধারিত ইউজার ফি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগেই এসব টেস্ট অতি অল্প খরচেই করার সুব্যবস্থা  রয়েছে।ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানাবিধ অত্যাধুনিক মেশিনে টেস্ট করার আধুনিক সরঞ্জাম নিয়ে আসার জন্য সম্মানিত UH&FPO মহোদয় সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছেন। দৈনিক আপডেট - বহিঃ বিভাগ - ৪৮৯ জন রোগী, ইমারজেন্সি বিভাগ - ৭০ জন রোগী, অন্তঃবিভাগ - ২১ জন রোগী।


এক নজরে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , দোহার, ঢাকা পরিচিতি



১। অবস্থানঃ হাসপাতাল রোড , দোহার , ঢাকা ১৩৩০ ।

২। অফিস প্রধানঃ 

ডাঃ মোঃ জসিম উদ্দীন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ।

৩। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালঃ বেডের সংখ্যা ৫০ টি। ( প্রস্তাবিত বেড সংখ্যাঃ ১০০)

১। কর্মরত চিকিৎসক - মোট ২৫ জন ।
    
 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেঃ

 ☆ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা - ০১ জন।  
 ☆ জুনিয়র কন্সাল্টেন্ট - ০৭ জন । 
 ☆ আবাসিক মেডিকেল অফিসার - ০১ জন। 
 ☆ মেডিকেল অফিসার - ০৭ জন। 

 ☆ ডেন্টাল সার্জন -০১ জন।

ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রেঃ

 ☆ সহকারী সার্জন -০৮ জন।

২। কর্মরত সিনিয়র স্টাফ নার্স - মোট ২৮ জন ।

৩। কর্মরত মিড ওয়াইফ সংখ্যা- মোট ০৬ জন। 

৪। ইউনিয়ন সাব সেন্টার সংখ্যাঃ ৯ টি

৫। কমিউনিটি ক্লিনিক সংখ্যাঃ ১৪ টি

৬। কার্যপরিধিঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য পদ্ধতির প্রথম আন্ত:বিভাগ সম্বলিত প্রতিষ্ঠান যেখান হতে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের সেবাসমূহ প্রদান করা হয়। কার্যকর উপজেলা স্বাস্থ্য পদ্ধতি এর মাধ্যমে জনগন জেলার সাথে সংযুক্ত থাকবে। উপজেলা স্বাস্থ্য পদ্ধতি কেবলমাত্র অবকাঠামো বা সংগঠন নয়, বরং এটি কতগুলো কার্যাবলীর  একটি গুচ্ছ যেখানে রয়েছে জনগণের সম্পৃক্ততা, সমন্বিত ও সার্বিক স্বাস্থ্য সেবা, আন্তবিভাগীয় সমন্বয় এবং শক্তিশালী “নিচ থেকে উপর” পরিকল্পনা, ও ব্যবস্থাপনা। সংগঠন এবং স্বাস্থ্য পদ্ধতির সার্বিক ব্যবস্থাপনা হবে উপজেলা কেন্দ্রিক-অর্থৎ স্বাস্থ্য খাতে অর্থায়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবহার, বেসরকারী খাতের সাথে সম্পকর্, সুশাসন ইত্যাদি উপজেলা স্বাস্থ্য পদ্ধতিকে ঘিরেই বাস্তবায়িত হবে। কোন নির্দিষ্ট এলাকার ও প্রতিষ্ঠান ভিত্তিক স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সংক্রান্ত কার্যাবলী একক স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত হবে। উপজেলা স্বাস্থ্য ব্যবস্থার সংগে প্রতিটি পর্যায়ের সরকারী সংস্থা সমূহ বিশেষত: স্থানীয় সরকার, বেসরকারী সংস্থা, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহ, ইউনিয়ন স্বাস্থ্য প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিক এর সম্পর্ক গড়ে উঠবে। জেলা স্বাস্থ্য প্রশাসন, উপজেলা স্বাস্থ্যপদ্ধতি দেখভাল এর বিষয়ে গুরুত্বপূর্ণ ভ মিকা পালন করবে এবং জাতীয় বিকেন্দ্রীকরনের প্রক্রিয়ার সহযোগিতা প্রদান করবে।