Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সুখবর দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত UH&FPO জনাব ডাঃ মোঃ জসিম উদ্দিন মহোদয়ের নিরলস প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগে বর্তমানে বিভিন্ন আধুনিক টেস্ট করা যাচ্ছে। যার মধ্যে (CBC with ESR), রক্তের গ্রুপ নির্ণয়, প্রস্রাবের রুটিন পরীক্ষা (Urine R/E),  stool R/E,  ডায়াবেটিস, হেপাটাইটিস বি ও সি,  টাইফয়েড, জন্ডিস, calcium, প্রেগন্যান্সি পরীক্ষা, ASO titre সিআরপি (CRP), আরএ টেস্ট (RA), ক্রিয়েটিনিন, ভিডিআরএল,  ডেঙ্গু ইত্যাদি পরীক্ষা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগে করা হচ্ছে। বর্তমানে এসব পরীক্ষা করার জন্য কোন রোগীকেই বাইরের কোন ডায়াগনস্টিক সেন্টারে যেতে হয় না। সরকার কর্তৃক নির্ধারিত ইউজার ফি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগেই এসব টেস্ট অতি অল্প খরচেই করার সুব্যবস্থা  রয়েছে।ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানাবিধ অত্যাধুনিক মেশিনে টেস্ট করার আধুনিক সরঞ্জাম নিয়ে আসার জন্য সম্মানিত UH&FPO মহোদয় সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছেন। দৈনিক আপডেট - বহিঃ বিভাগ - ৪৮৯ জন রোগী, ইমারজেন্সি বিভাগ - ৭০ জন রোগী, অন্তঃবিভাগ - ২১ জন রোগী।


শিরোনাম
১৫ আগস্ট জাতীয় শোক দিবস - ২০২২ পালন করল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দোহার
বিস্তারিত

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ৮ আগস্ট থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দোহার - এ পালিত হচ্ছে স্বাস্থ্য সেবা সপ্তাহ। এরই ধারাবাহিকতায় আজ সারা দিন জুড়ে নানাবিধ কর্মসূচি পালন করা হয়। 

বঙ্গবন্ধু-বঙ্গমাতাসহ ১৫ আগস্টের সকল শহীদের প্রতি  শ্রদ্ধা জ্ঞাপন করে সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দোহার এর সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সকল চিকিৎসক, সেবিকাসহ অন্যান্য কর্মচারীবৃন্দ। 

অন্যান্য সকল ছুটির দিন বহির্বিভাগ বন্ধ থাকলেও আজ আমাদের বহির্বিভাগ সচল ছিল পুরোদমে। সকল কনসালটেন্ট রোগীদের পরামর্শ প্রদান করেন। বহির্বিভাগ এ আজ টিকিট এর মূল্য ছিল - শূন্য টাকা। মোট সেবা গ্রহণ করেছেন এক হাজারের ও বেশি রোগী।

ডেন্টাল ইউনিট এর সেবা নিয়েছেন অনেকেই।সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি প্যাথলজি বিভাগে রোগীদের বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হয়।

এনসিডি ( অসংক্রামক ব্যধি) কর্নার থেকে বিনামূল্যে একমাসের ওষুধ ও নির্দেশিকা বই প্রদান করা হয় উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস এর রোগীদেরকে। 

জরুরি বিভাগের সকল চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হয়। 

সেবা গ্রহণ করতে আজ আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স এ আসেন দোহার থানা ও উপজেলা পরিষদ এর সরকারি কর্মকর্তা বৃন্দ।অন্তবিভাগের রোগীদের জন্য ছিল উন্নত মানের খাবারের ব্যবস্থা।  

কমিউনিটি ক্লিনিক গুলোতে ও শোক দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভা, বৃক্ষরোপণ, শোক র‍্যালী এর মাধ্যমে আজকের দিনটি পালন করার প্রয়াস চালায় সকল মাঠকর্মীরা। চলমান ছিল কোভিড ভ্যাক্সিনেশন প্রোগ্রাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মসজিদে বাদ যোহর বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

প্রতিটি ক্ষেত্রে হাসপাতালের কর্তব্যরত সকল চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন। যার নেতৃত্বে ছিলেন আমাদের সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো জসিম উদ্দিন স্যার।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
15/08/2022
আর্কাইভ তারিখ
10/08/2032